কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁকাপুল এলাকায় ভেড়ামারা-গোলাপনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভেড়ামারার গোলাপনগর গ্রামের মমিন হেসেনের ছেলে ময়নাল হক মিল্টন (২০) ও একই এলাকার আলম হোসেনের ছেলে শাকিল আহমেদ (২১)।
স্থানীয়রা জানান, মিল্টন বাড়ি থেকে মটরসাইকেলে করে গোলাপনগরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে শাকিলের মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলে দুটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন দুই মটরসাইকেলের চার আরোহী। স্থানীয়রা তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মিল্টন ও শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত সাকিব (১৮) ও পল্লবকে (১৫) পরে ভেড়ামারা থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহ জামাল। পরিবার অভিযোগ না দেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।