মুজিবনগরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রতিমন্ত্রী _ যেকোনো দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত
মুজিবনগর প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, যেকোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত সরকার। আমাদের কোনো সংকট নেই, কোনো শঙ্কাও নেই। অর্থ বা খাদ্য কোন কিছুরই ঘাটতি নেই। এখন সর্বোচ্চ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার সরকারের হাতে রয়েছে। জনগণের প্রয়োজনে সে রিজার্ভ মানি ব্যয় করা হবে। গতকাল সোমবার দুুপুরে মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন, গেল বছরে করোনাকালীন সময়ে কিছু অসাধু চেয়ারম্যান ত্রাণ বিতরণের অনিয়মের সাথে জড়িত ছিলো। তাদেরকে শাস্তির আওতায় আনার কারণে এ বছরে কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।
মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা প্রশাসক ড. মনছুর আলম খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম.এ খালেক, পৌর মেয়র আহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচাযর্, জেলা যুবলীগের যুগ্মআহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিবসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদরা সেখানে উপস্থিত ছিলেন।