মেহেরপুরে নতুন তিনজন করোনা আক্রান্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন তিনজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস রোগীর সংখ্যা ২৬ জন। নতুন আক্রান্ত তিন জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা দু’জন ও মুজিবনগর উপজেলার বাসিন্দা একজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, ল্যাবে পরীক্ষা শেষে গতকাল এদিন নতুন ২৮ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে তিনজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৬ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৯২২ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৮০৯ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৫৭ জন, গাংনী উপজেলায় ২৫৯ জন ও মুজিবনগর উপজেলায় ৯৩ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২০ জন। মারা যাওয়া ২০ জনের মধ্যে সদর ও গাংনী উপজেলার ৯জন করে এবং মুজিবনগর উপজেলার দুই জন রয়েছেন। বর্তমান আক্রান্ত ২৬ জনের মধ্যে সদর উপজেলার ১৫ জন সদরে, গাংনীতে ৬জন ও মুজিবনগরে ৫জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬৭ জন। এদের মধ্যে সদর উপজেলার ৫০জন, গাংনী উপজেলার ১৫জন ও মুজিবনগর উপজেলার ২জন রয়েছেন।