স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসেন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সিভিল সার্জন অফিসে এ টিকা গ্রহণ করেন তিনি। এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, দ্বিতীয় ডোজের টিকা নিলাম। টিকা গ্রহণ করার পর সুস্থ ও স্বাভাবিক আছি। কোন পার্শ্বপ্রতিক্রিয়া এখনো পর্যন্ত হয়নি এবং হবে না বলে আশাবাদী। পাশাপাশি অন্যদের করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণের জন্য উৎসাহিত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ্ আকরাম, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. আওলিয়ার রহমানসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।