মেহেরপুর অফিস ঃ মেহেরপুরে হেরোইন রাখার অপরাধে প্রদীপ কুমার দাস নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও একশ’ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রদীপ কুমারকে ৩ মাসের কারাদণ্ড সহ একশ’ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ওই দন্ড দেওয়া হয় । দণ্ডিত প্রদীপ কুমার দাশ মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের বিদ্যুৎ কুমার দাসের ছেলে। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর খসরু আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের থানা সড়ক থেকে তাকে দুই পুরিয়া হেরোইনসহ আটক করা হয় । পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬১ (১৬) ধারায় তাকে ওই কারাদণ্ড ও অর্থদন্ডের আদেশ দেন।
পূর্ববর্তী পোস্ট
‘শতঘন্টার মুজিবচর্চা’ সংকলন প্রকাশনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ