চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত রোগীর মধ্যে আরও ৫ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন
করোনা ভাইরাস সংক্রমণের হালচিত্র
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ শনিবার নমুনা সংগ্রহ করেনি, পূর্বের প্রেরিত নমুনা পরীক্ষার ফলাফলও আসেনি। তবে এদিন চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীদের মধ্যে আরও ৫ জন সুস্থতা পেয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ১ হাজার ৭শ ২৭ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জন।
চুয়াডাঙ্গা জেলায় সক্রিয় ৮১ জন রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৬ জন, রেফার রয়েছেন ৬ জন ও বাড়িতে আইসোলেশনে রয়েছেন ৬৯ জন। চুয়াডাঙ্গা সদর উপজেলার সক্রিয় রোগী ৪৪ জন। এর মধ্যে ৩৫ জন বাড়িতে, ৪জন হাসপাতালে ৫ জন রেফার রয়েছেন। আলমডাঙ্গা উপজেলায় সক্রিয় রোগী ১০ জনের মধ্যে ৯ জন বাড়িতে, একজন হাসপাতালে। দামুড়হুদা উপজেলায় সক্রিয় ১৬ জন রোগীর মধ্যে ১৫ জন বাড়িতে একজন হাসপাতালে। জীবননগর উপজেলায় সক্রিয় রোগী ১১ জনের মধ্যে ১০ জন বাড়িতে একজন রেফার রয়েছেন।
প্রসঙ্গত: দেশেও করোনা রোগী শনাক্ত ও মৃতু হার কিছুটা হ্রাস পেয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ১৫ হাজার ১শ ১৭ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪শ ৫২ জন করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২শ ৪৫ জন। মারা গেছেন ৬০ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫শ ১০ জন। এদিকে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মোট ৯ হাজার ২শ ৬৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ৫৮ জনের। জেলায় স্বাস্থ্য বিভাগের হিসেবে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা ৫৯ জন।