চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বাস্থবিধি না মানায় দুই গার্মেন্ট ব্যবসায়ীকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকালে উপজেলা সদরের মালিক সুপার মার্কেটে গার্মেন্টস ব্যবসায়ী নাসির উদ্দীন ও হেলাল উদ্দীনকে জেল জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট দিলারা রহমান। আদালত সুত্রে জানাগেছে,করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে প্রতিনিয়ত প্রচার প্রারনা চালানো, সর্তক করা হচ্ছে ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করে আসছে উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় শনিবার বিকাল ৪টার দিকে মালিক সুপার মার্কেটে অভিযান চালানো হয়। এসময় মালিক সুপার মার্কেটে মা গার্মেন্টস এর দামুড়হুদা উপজেলা সদরের মৃত আনছার আলির বিশ্বাসের ছেলে নাসির উদ্দীনকে স্বাস্থ বিধি না মানায় দন্ডবিধির ১৮৬০এর ১৮৮ধারায় ৫০০ টাকা জরিমান অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালত। এসময় নাসির উদ্দীন জরিমানর টাকা পরিষোদ না করায় তাকে জেল হাজতে প্রেরন করা হয়। এরপর একই মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী হাইদার আলির ছেলে হেলাল উদ্দীনকে স্বাস্থ বিধি না মানায় ৫০০টাকা জরিমানা অনাদায়ে তিন দেনের বিনাশ্রম কারাদ-াদেশ দেওয়া হলে সে টাকা পরিষোদ করে মুক্ত হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ