ঝিনাইদহের করোনা আক্রান্ত রোগীর চুয়াডাঙ্গায় মৃত্যু
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জহুরা বেগম নামের ৭০ বছর বয়সী নারী মারা যান। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পীরগাছা গ্রামের মৃত পরির স্ত্রী।
জানা গেছে, জহুরা বেগম সম্প্রতি সর্দি কাশি জ¦রে আক্রান্ত হন। তাকে গত বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নেয়া হয়। হলুদ জোনে ভর্তি করা হয়। নেয়া হয় নমুনা। নমুনা পরীক্ষায় জহুরা খাতুনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। চিকিৎসার এক পর্যায়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। এ নিয়ে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জন। চুয়াডাঙ্গার বাইরে চুয়াডাঙ্গারই আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে স্বাস্থ্য বিভাগের হিসেবে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে। তবে বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা আরও ৩ জন বেশি।