দিনদুপুরে জামজামি পুলিশ ফাঁড়ির কনস্টেবল শাহীনের পালসার মোটরসাইকেল চুরি
আলমডাঙ্গা ব্যুরো: বাসার নীচ থেকে আলমডাঙ্গার জামজামি পুলিশ ফাঁড়ির কনস্টেবল শাহীনের পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চোরচক্র। ২৭ এপ্রিল দিনদুপুরে জামজামি থেকে এ মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, জামজামি পুলিশ ফাঁড়ির কনস্টেবল শাহীন ফাঁড়ির নিকটে প্রবাসী সেন্টুর বাড়িতে ভাড়া থাকেন। ওই বাড়ির সামনে কনস্টেবল শাহীন তার পালসার মোটরসাইকেল রেখেছিলেন। বিকেলে সঙ্ঘবদ্ধ চোরচক্র মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
আলমডাঙ্গা উপজেলায় জামজামি কেন্দ্রিক মোটরসাইকেল চোরের সিন্ডিকেট দীর্ঘদিন ঘাটি গড়েছে। জামজামি আলমডাঙ্গা উপজেলা ও কুষ্টিয়া জেলার ইবি থানার সীমান্তস্থল। মরা কুমারের এপারে আলমডাঙ্গা আর ওপারে ইবি থানা। আরেক পাশে হরিণাকুন্ডু উপজেলা। তিন উপজেলার মিলনস্থল জামজামি। ৩ উপজেলার সীমানা হওয়ায় এখানে মোটরসাইকেল চোর সিন্ডিকেট দীর্ঘদিন ধরে শক্ত ঘাটি গড়ে তুলেছে।