মহেশপুর প্রতিনিধি: মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল, মদ, গাঁজা ও ইয়াবা আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল সোমবার ভোরে ৫৮ বিজিবির অধীনস্ত যাদবপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেতবাড়িয়া মাঠের ভেতর থেকে ১শ বোতল ফেনসিডিল আটক করে। অন্যদিকে শ্যামকুড় বিওপির টহলদল মাইলবাড়িয়া মাঠের ভেতর থেকে ১৩৪ পিস ইয়াবা আটক করে। এদিকে সামন্তা বিওপি উপজেলার পাকরাইল কবরস্থান থেকে ৪০ বোতল ভারতীয় মদ আটক করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমের সাথে পাল্লা দিয়ে বিদ্যুতের লোভোল্টেজ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ