স্টাফ রিপোর্টার: ঘুষ লেনদেনের দরকষাকশির একটি অডিও রেকর্ড চুয়াডাঙ্গায় আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আইনজীবীদের অনেকেই রেকর্ডকৃত কথপোকথন শুনে ঘটনার নেপথ্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছেন।
অডিও’র একাংশে বলা হয়েছে, ‘৫ তারিখে আর্গুমেন্ট, ৭ তারিখে রায়। ২ লাখ টাকা দিলে খালাস দেয়া হবে। এক লাখ টাকা দিলে এক বছরের জেল দিলেও সাথে সাথে আবেদনের প্রেক্ষিতে জামিনও দেয়া হবে। প্রয়োজনে ৬ তারিখেও রায় হবে।’ কী নিয়ে মামলা? কার সাথে কে কথা বলে কোনো ব্যক্তির খালাসের বিনিময়ে টাকা দাবি করা হচ্ছে তা জানা সম্ভব হয়নি। তবে যে ব্যক্তির খালাসের বিষয়ে কথা হচ্ছে ওই ব্যক্তি চাকরি করেন। কোথায় কী চাকরি করেন তা যেমন নিশ্চিত করে জানা সম্ভব হয়নি, তেমনই অডিওটি কোথা থেকে কীভাবে ছড়িয়েছে তাও জানা যায়নি। তবে এই অডিও’র নেপথ্য উন্মোচন করা দরকার বলে আইনজীবীদের অনেকেই অভিমত দিয়েছেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ