চট্টগ্রাম বন্দরে কন্টেইনারবাহী লরির ধাক্কায় একজন অপারেটর মারা গেছেন। শনিবার বিকাল চারটার দিকে বন্দরের আট নম্বর জেটির কাছে দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মাসুদ রানা (৩১)। তিনি বন্দরের যান্ত্রিক অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। মাসুদ রানা কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন ফৈল্যাতলী বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শিলব্রত বড়ুয়া জানান, বাসা থেকে মোটরসাইকেল যোগে বন্দরে আসার পর ৮ নম্বর জেটির কাছে পৌঁছালে পেছন দিক থেকে লরিটি ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্দর থানার ওসি নিজাম উদ্দিন জানান, লরির চালক ও লরিটি আটক করা হয়েছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ