কুষ্টিয়ার মিরপুরে জিকে খাল থেকে জাহিদুল ইসলাম (৩৬) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল ) কুষ্টিয়ার মিরপুরে জিকে খাল থেকে জাহিদুল ইসলাম (৩৬) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পরিচ্ছন্নতাকর্মী জাহিদুল ইসলাম মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার মৃত নূর হোসেনের ছেলে। সূত্র জানায়, জাহিদুল মিরপুর বাজারের পৌরপার্কে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, সকালে মাছ শিকারে আসা এক ব্যক্তি জিকে খালের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে মরদেহের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার রাত ১০টার দিকেও অনেকেই জাহিদুলকে সুস্থ অবস্থায় দেখেছে। তবে তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানান স্থানীয়রা।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। সকালে উপজেলার জিকে খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পূর্ববর্তী পোস্ট
দামুড়হুদার যমজ ৩ সন্তানের জননীকে সেলাই মেশিন উপহার দিলেন ইউএনও
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ