মহেশপুরে আবারও এক নারী করোনায় আক্রান্ত
মহেশপুর প্রতিনিধি: মহেশপুর আবারও এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহেশপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসুদের কর্মকারের স্ত্রী শ্যামলী রানী কর্মকার (৩০) অসুস্থ হলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে বুধবার সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল ডাক্তার আরএমও আকবর নিয়াজ বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, মহেশপুর উপজেলায় মোট ৭১০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১১২ জনের দেহে করোনা পজেটিভ রিপোর্ট আসে। আইসোলেশনে আছে ৮জন এবং মারা গেছে ৪জন।