মেহেরপুরে নতুন আরও চারজন করোনা আক্রান্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন আরও ্৪ জন করোনা পজেটিভ রোগি চিহ্নিত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগির সংখ্যা ৪৫ জন। নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা ২ জন ও গাংনী উপজেলার বাসিন্দা ২ জন রয়েছেন। গতকাল বুধবার বিকেল ৫ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা শেষে এদিন রাতে নতুন ২১ টি রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে ৪ জনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল নেগেটিভ হয়। এ নিয়ে এ পর্যন্ত মেহেরপুর জেলায় ৬ হাজার ৪৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় সর্ব মোট ৮৮৯ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৭৬৭ জন সুস্থ্য হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৪২ জন, গাংনী উপজেলায ২৪০ জন ও মুজিবনগর উপজেলায় ৮৫ জন রয়েছেন। এছাড়া এ বাকি চকিৎসাধীন ৪৫ জনের মধ্যে সদরে ১৫ জন, গাংনী উপজেলায় ২১ জন ও মুজিবনগর উপজেলায় ৯ জন রয়েছেন। মারা গেছেন ২১ জন। মারা যাওয়া ২১ জনের মধ্যে সদর উপজেলার ১৩ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬৪ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৮ জন, গাংনী উপজেলার ১৪ জন ও মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন।