কুড়ুলগাছি বাজারে সেহরির সময় ৫ দোকানে আগুন : ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করলেন ইউওনও
কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারে সেহরির সময় ৫ টি দোকানে আগুন লেগে লক্ষাধিক টাকার মালামাল ভূস্মিভুত হয়েছে। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ঘটনাস্থলে এসে নগদ অর্থ প্রদান করেছে ক্ষতিগ্রস্থের মাঝে।
জানাগেছে, মঙ্গলবার দিনগত রাত ৩ টার দিকে বাজারের খোকনের হোটেলের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। পরে হোটেলের পাশে থাকা খলিলের ফাস্টফুডের দোকান, রাসেলের ফার্মেসী, মান্নানের চায়ের দোকানে ও হামিদের ভ্যান সার্ভিসিং এর দোকানে আগুন লেগে মালামাল পুড়ে যায়। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে নেয়। স্থানীয়রা জানান, খোকনের হোটেলের চুলা থেকে আগুনের সুত্রপাত হয় রাত ৩ টার সময়। স্থানীয় মসজিদেন মাইকে আগুন লাগার বিষয়টি ঘোষনা দিলে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নেয়। এদিকে আজ বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান কুড়ুলগাছি বাজারে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ হাজার করে ৫ জনকে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন তিনি। এসময় ক্ষতিগ্রস্ত রাসেল বলেন আমাদের মাঝে ইউএনও স্যার এসে নগদ অর্থ প্রদান করবে আমরা কল্পনাও করতে পারিনি। অনেক ধন্যবাদ জানায় ইউএনও স্যারকে। এসময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এনামুল করিম ইনু, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী অফিসার মোঃ আশরাফুল ইসলাম, খায়রুল কবির দিনার, সাংবাদিক রতন বিশ্বাস, মেহেদী হাসান মিলন, আহাদ আলী।