মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মোমিনপুর বাজারে বৃদ্ধ পাখিভ্যান চালককে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, আলমডাঙ্গার নাগদাহ গ্রামের ফিল্ডপাড়ার মৃত হবিবর মন্ডলের ছেলে সাত্তার আলী (৬০) নীলমণিগঞ্জ বাজার থেকে পাখিভ্যানে ইপিল ইপিল গাছে খড়ি বোঝায় দিয়ে গড়িগড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মোমিনপুর বাজার মসজিদে ইফতার ও নামাজ শেষে পূনরায় পাখিভ্যান নিয়ে গন্তব্যে যাওয়ার পথে মোমিনপুর গ্রামের রাস্তায় মোমিনপুর গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে জহির উদ্দিনের গায়ে চলন্ত ভ্যানের খড়ির ধাক্কা লাগে। এসময় জহির উদ্দিন তাকে থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে পাখি ভ্যানে থাকা ইপিল ইপিল গাছে ডাল দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। মূহুর্তের মধ্যে মোমিনপুর বাজারে স্থানীয়রা উপস্থিত হয়ে ঘটনার নিন্দা জানাতে থাকে। এব্যাপারে জখম সাত্তারের স্ত্রী কুলসুম বেগম অভিযোগ করে বলেন, আমার দুই ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে। স্বামীর আয়ের উপর আমাদের সংসার চলে। যারা আমার স্বামী অন্যায় ভাবে পিটিয়েছে আমি তাদের বিচার চাই।