জীবননগরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জায়নামাজ ও তসবিহ বিতরণ

জীবননগর ব্যুরো: জীবননগরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র বয়স্কদের মাঝে জায়নামাজ, তসবিহ ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মানবসেবা সংগঠন নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জীবননগর উপজেলার উথলী গ্রামের অর্ধশতাধিক দুস্থ, বয়স্ক নারী ও পুরুষের মাঝে এ সামগ্রী বিতরণ করে। এ সময় মানবসেবা সংগঠনের আহ্বায়ক সমাপ্তি হাসান বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের সকল পদক্ষেপ বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মুসল্লীদের নিজ নিজ জায়নামাজে নামাজ আদায়ের জন্য বলা হয়েছে। রমজান মাসে এলাকার দুস্থ বয়স্ক মানুষেরা বাড়িতে বা মসজিদে নিজ নিজ জায়নামাজে নামাজ আদায় করতে পারে সেজন্যই আমরা এই জায়নামাজ বিতরণ কার্যক্রম শুরু করেছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক সদস্য আবুল হাসান খাঁন রাঙ্গা মিয়া, রাবা ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক লাজু, শাহিন, বাবু, মাহমুদ হাসান জিবাসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More