বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ার ই¯্রাফিল ও আলমকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে দর্শনা থানা পুলিশ আকন্দবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে প্রায় দু’কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলাদায়ের পূর্বক মালামালসহ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
দর্শনা থানার এসআই সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের শরিফের আমবাগানে। এ সময় পুলিশ আম বাগানের ভেতর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় গ্রেফতার করেন আকন্দবাড়িয়া গ্রামের মাঝেরপাড়ার দুখুু ম-লের ছেলে ই¯্রাফিল হোসেন (৪৫) ও দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর হল্টস্টেশন টাওয়ারপাড়ার শাজাহান নাটকার ছেলে আলমকে (৪০)। পুুলিশ জানায়, গ্রেফতাকৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ কেজি ৭শ গ্রাম গাঁজা। এ ঘটনায় পালিয়ে যাওয়া ৪ জনকে পলাতক আসামি করে গ্রেফতারকৃত ই¯্রাফিল ও আলমের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার কৃষ্ণপুরে জুয়ার সরঞ্জাম ও টাকাসহ দু’জুয়াড়ি গ্রেফতার
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ