চুয়াডাঙ্গায় করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষকে ঘরে রাখতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির জন্য ভ্রাম্যমাণ সবজি ভ্যান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। করোনার সংক্রমণরোধে যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, পৌরসভা, কৃষি বিপণন অধিদফতর ও কাঁচামাল আড়ৎ সমিতি।
শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। মানুষের দোর গোড়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেয়ার লক্ষ্যে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে মানুষের বাইরে আসার প্রবণতা কমবে বলে জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে বাজার করার অজুহাতে বাইরে বের হচ্ছে মানুষ। লকডাউনের এই সময় মানুষের দোরগোড়ায় সবজি জাতীয় খাদ্য পৌঁছে দিতে ভ্রাম্যমাণ সবজি ভ্যান কার্যক্রমের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূলত করোনাভাইরাসের সংক্রমণরোধে সাধারণ মানুষকে ঘরে রাখতে ওই উদ্যোগ নেয়া হয়েছে। বিক্রেতারা যদি কমলাভে সবজি জাতীয় খাদ্য দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারে তাহলে মানুষকে ঘরের বাইরে আসতে হবে না।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান, জেলা বাজার বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, বাজার সংগঠক সহিদুল ইসলাম, কাঁচামাল আড়ৎ সমিতির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক মাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ