স্টাফ রিপোর্টার: আজ মঙ্গলবার ৩০ চৈত্র, বঙ্গাব্দ ১৪২৭-এর শেষ দিন। আর কাল বুধবার ১৪২৮’র প্রথম দিন পয়লা বৈশাখ, বাঙালির সর্বজনীন উৎসবের দিন। প্রতি বছর নাচ, গান, আনন্দ-উল্লাসসহ নানা আয়োজনে চৈত্র সংক্রান্তি পালনের মধ্যদিয়ে পুরোনো বছরকে বিদায় জানালেও বৈশ্বিক মহামারী করোনার কারণে গত বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তিতে থাকছে না কোনো কার্যক্রম। চ্যানেল আই ও সুরের ধারা প্রতি বছর যৌথ আয়োজনে চৈত্র সংক্রান্তিকে বিদায় জানিয়ে বাংলা নববর্ষকে বরণে এগিয়ে এলেও কোভিড পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তার কথা ভেবে এবারও চ্যানেল আই ও সুরের ধারা তাদের অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে। শিল্পকলা একাডেমি, গ্রুপ থিয়েটার ফেডারেশন, চারুকলা অনুষদ ও ছায়ানটেও থাকছে না কোনো আয়োজন। অন্য সব কিছুর মতো, গতবারের ন্যায় এবারও করোনা বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তিকে আঘাত করেছে। তবে আগামী বছর থেকে রঙিন এবং অনেক বড় পরিসরে বর্ণাঢ্য আয়োজনে চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনের স্বপ্ন দেখছেন সংস্কৃতিকর্মীরা। পুরোনো বছরের জরাজীর্ণতার সঙ্গে নিপাত যাক মহামারীর ঘাতক ভাইরাস- নতুন বছরে এমন প্রত্যাশা শিল্পাঙ্গনের এই মানুষদের।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ