দর্শনায় বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা : সীমান্তে বিরজমান সমস্যা নিরসনে ফলপ্রস্যু আলোচনা
দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা জয়নগর চেকপোস্ট বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়। সোয়া ১১টার দিকে বিএসএফের প্রতিনিধিদল দর্শনা জয়নগর সীমান্তে পৌছুলে কুষ্টিয়া সেক্টর বিজিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যার্থনা জানানো হয়েছে। সভায় বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান’র নেতৃত্বে ৯ জন অফিসার উপস্থিত ছিলেন। বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন বহরমপুর সেক্টর কমান্ডার ডিআইজি এসএইচ কুনাল মজুমদার। বিএসএফের পক্ষে ১০ জন অফিসার এ সভায় উপস্থিত ছিলেন। বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) সৈয়দ সোহেল আহমেদ জানান, সম্মেলনে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ, মাদক-চোরাচালান, নারী-শিশু পাচার রোধসহ নানা বিষয় নিয়ে ফলপ্রস্যু আলোচনা হয়েছে। এছাড়াও সীমান্তে অপরাধ কর্মকা- রোধকল্পে দু’দেশের দেড়শ’ গজের মধ্যে তিন ফুটের উপরে কোনো ফসলাদি চাষ না করার ব্যাপারেও আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের উপ-পরিচালক মেজর নিস্তার আহমেদ, সহকারী পরিচালক শেখ মো. ইমরান আলী প্রমুখ।