মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ কাওসার আহমেদ দীপ নামের এক যুবককে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রাম থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।আটককৃত কাওসার ওই গ্রামের ফাত্তারের ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে একশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ