জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ সিরাজুল ইসলাম নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব। গ্রেফতারকৃত মাদককারবারী সিরাজুল ইসলাম (৩৮) জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মাঝেরপাড়ার আব্দুল করিমের ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজের নেতৃত্বে র্যাব সদস্যরা জীবননগর উপজেলার হাসাদহ বাজারের জালাল মিয়ার ড্রাগন ফল বাগানের পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার ওপর অভিযান চালান। এ সময় ওই গ্রামের মাদককারবারী সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে আটককৃত আসামির কাছ থেকে ১ কেজি ৬শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গাঁজাসহ আটককৃত আসামিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
গাংনী উপজেলা স্যানেটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
এছাড়া, আরও পড়ুনঃ