স্টাফ রিপোর্টার: মেহেরপুরে নতুন করে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত ৫ জনই সদর উপজেলার। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হলেন বর্তমানে ৪৩ জন। গতকাল শনিবার রাতে সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, মেহেরপুরে নতুন করে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ৫ জনই সদর উপজেলার বাসিন্দা।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মেহেরপুর সদর উপজেলায় ২৮ জন, গাংনী উপজেলায় ১৩ ও মুজিবনগর উপজেলায় ২ জনসহ বর্তমানে সর্বমোট ৪৩ জন করোনা রোগী রয়েছেন। এ দিয়ে জেলায় মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৬ হাজার ১৩২টি। এদের মধ্যে এ পর্যন্ত জেলায় সম্পূর্ণ সুস্থ হয়ে ৬৭১ জন বাড়ি ফিরেছেন এবং মৃত্যুবরণ করেছেন ১৭ জন।
সবাইকে সামাজিক দূরত্ব মেনে, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখাসহ মাস্ক ব্যাবহার, জন সমাগম এড়িয়ে চলা এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলার আহবান জানিয়েছেন সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।
এছাড়া, আরও পড়ুনঃ