স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রস্তুত হয়েছে। নতুন করে কোনো আবেদন নেয়ার সুযোগ নেই, তবে তালিকায় নাম ছিলো এখন নেই তা নিয়ে আপিল চলতে পারে। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পর আর নতুন করে কোনো আবেদন থাকতে পারে না। বৃহস্পতিবার আশুলিয়ার বাইপাইলে বিএনসিসির নিজস্ব গ্রাউন্ডে ‘আমিই বঙ্গবন্ধু’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে ন্যাশনাল ক্যাডেট কোর যে প্রামাণ্যচিত্র উপস্থাপন করেছেন, তা ইতোপূর্বে কোথাও দেখেন নাই। এসব প্রামাণ্যচিত্র দেখে দেশ স্বাধীনের ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতি জানতে পারবে। এ সময় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান বিএসপি, এনডিসি, পিএসসিসহ আর্মির বিভিন্ন পদস্থ কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ