জীবননগর ব্যুরো: জীবননগর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহরে এ মোবাইলকোর্ট পরিচালনা করেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ইউএনও এসএম মুনিম লিংকন। মোবাইলকোর্ট এ সময় হেলমেট পরিধান না করা এবং কাগজপত্র না থাকায় ৫ মোটরসাইকেল চালককে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন।
গতকাল দুপুরে বে-আইনিভাবে যানবাহন ও মোটরসাইকেল চালনাকারীদের বিরুদ্ধে অভিযানে নামে মোবাইলকোর্ট। মোবাইলকোর্টের বিচারক ইউএনও এসএম মুনিম লিংকন পুলিশের সহযোগিতায় এ মোবাইলকোর্ট পরিচালনা করেন। অভিযানকালে হেলমেট বিহীন অবস্থায় মোটরাসাইকেল চালনা ও কাগজপত্র সঠিক না থাকায় ৫ মোটরাসাইকেল আরোহীকে ৫শ’ করে মোট ২ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত এ সময় মাস্ক বিতরণ করে। সূত্র জানায়, অবৈধ মোটরাসাইকেল ও যানবাহন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।