জীবননগর ব্যুরো: জীবননগর উপজলোর মনোহরপুর আবাসন হতে দুই শিশু নিখোঁজ হয়েছে। এ সময়ে ঘর হতে খোয়া গেছে রক্ষিত নগদ টাকা ও মূল্যবান মালামাল। স্বামীর অভিযোগ স্ত্রী পরকীয়া প্রেমিকার হাতে ধওে পালিয়ে গেছে। যাওয়ার সময় টাকা-পয়সা, মালামাল ও দুই সন্তানকে নিয়ে গেছে। এ ঘটনায় স্ত্রী আসমাকেসহ ৫ জনকে আসামী কওে থানায় মামলা দায়ের করেছেন স্বামী নবীন হোসেন। । ঘটনাটি রোববার সকালে সংঘটতি হয়ছে।ে এ ঘটনায় অসহায় স্বামী স্ত্রী-সন্তানকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে অভযিুক্ত স্ত্রীসহ পাঁচজনরে বরিুদ্ধে থানায একটি লখিতি অভযিোগ দয়িছেনে।
অভিযোগে জানা যায়, মনোহরপুর আবাসন প্রকল্পরে বাসিন্দা সিদ্দকি মিয়ার ছেলে নবীন হোসন ১০-১২ বছর পূর্বে উপজলোর কালা গ্রামরে মৃত লতিফ মন্ডলের মেয়ে আসমা খাতুনকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবননে এক ছেলে ও এক মেয়ে রয়েপছ। স্ত্রী আসমা খাতুন প্রতিবেশী আব্দুল হান্নানওে ছেলে শওকত আলীর (৩০) সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হয় পড়ে।
গত রোববার সকালে আসমা ঘরে রক্ষিত টাকা, মূল্যমান মালামাল ও দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্ত্রী আসমাসহ পরকীয়া প্রেমিক শওকত, নুর আলিম, লিয়াকতের সহযোগীতায় অজানা অজানার উদ্দশ্যে পাড়ি জমায়।
জীবননগর থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর আমির হোসন সাংবাদিকদের বলনে, ঘটনার ব্যাপারে একটি লিখিতি অেিযাগ পাওয়া গেছে। তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পূর্ববর্তী পোস্ট
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানালেন টোটন জোয়ার্দ্দার
এছাড়া, আরও পড়ুনঃ