কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়–লগাছির ঠাকুরপুরে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে যুবক সাইফুলের বিষপান। দীর্ঘ ২০ ঘণ্টা মৃত্যুর সাথে লড়ে না ফেরার দেশে চলে গেলেন। বিয়ের দাবি নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বিষের বোতল হাতে নিয়ে কিশোরী প্রেমিকার বাড়িতে অনশন শুরু করেন তিনি। সকাল থেকে দুপুর গড়ালেও বিয়েতে রাজী হয়নি প্রেমিকার পরিবারের লোকজন। অবশেষে হাতে থাকা বিষপান করেন প্রেমিক সাইফুল। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দামুড়–হুদার কুড়–লগাছির ঠাকুরপুর গ্রামের কল্লাপাড়ায়। বিষপানের পর প্রেমিক সাইফুলকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চুয়াডাঙ্গার সদর হাসপাতালে নেয়া হয়। সাইফুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে ওইদিন রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোর ৫ টার দিকে মারা যায় সাইফুল। তার মৃত্যুতে গ্রামের বাড়ি দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের কুড়–লগাছি পুকুরপাড়ায় চলছে এখন শোকের মাতম। গতকাল বুধবার রাত ৮ টার দিকে লাশবাহী গাড়ি সাইফুলের লাশ নিয়ে নিজ বাড়িতে পৌঁছুলে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। শোকাহত পরিবারের আহাজারিতে ভারি হয়ে ওঠে সেখানকার পরিবেশ।
সাইফুলের মৃত্যুর সংবাদে গ্রামজুড়ে চলছে শোকের মাতম। তার এ অকাল মৃত্যুতে তার পরিবার ও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ছেলের মৃত্যুতে বাবা আলী হোসেন ও মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। গতকালই রাত সাড়ে ১০টায় কুড়–লগাছি কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।