দর্শনা অফিস: বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের সকল সদস্যকে। গতকাল বুধবার বিকেলে কেরুজ মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম সবুর, হাজি জয়নাল আবেদীন, আব্দুল খালেক, আব্দুল হান্নান, আনোয়ারুল ইসলাম, শুকুর আলী, মুনসুর আলী। বীর মুক্তিযোদ্ধা হাজি এরশাদ আলীর সভাপতিত্বে সভায় ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা দেয়া হয় কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসম্পাদক খবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থসম্পাদক শরিফুল ইসলাম, প্রচার-প্রকাশনা সম্পাদক মফিজুল ইসলাম, দফতর সম্পাদক সালাহ উদ্দিন সনেট, সদস্য সাইফ উদ্দিন, মতিয়ার রহমান, মজিবর রহমান, আজাদ আলী ও বাবর আলীকে। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের রবিউল ইসলাম, রাজিয়া সুলতানা, সাবিনা ইয়াসমিন, ইকবাল রেজা, মোহাম্মদ আলী, রাফি আহমেদ, দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সাংবাদিক ইয়াসির আরাফাত মিলন।