স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত জমিতে অস্থায়ী নির্মাণ কাজে বাধা ও নানা প্রকার হুমকির প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু। গতকাল বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের কাছে তিনি এ স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিসূত্রে জানা যায়, গত ২ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার্শ্বস্থ ভালাইপুর মোড়ে ইজারার মাধ্যমে জেলা পরিষদের কাছে ২৫দ্ধ১৫=৩৭৫ বর্গফুট জমি ইজারা পাওয়ার জন্য আবেদন করলে তা আমাকে বরাদ্দ দেয়। বর্তমানে বরাদ্দকৃত জমিতে অস্থায়ীভাবে নির্মাণকাজ করতে গেলে জমির পেছনের মালিকানা সম্পত্তির মালিকগণ আমাকে অহেতুক বাধা প্রদান করে নির্মাণ কাজ করতে দিচ্ছে না। এ ঘটনার পর ১৬ মার্চ চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করি। বরাদ্দকৃত জমিতে নির্মাণকাজ করে সুষ্ঠুভাবে ব্যবসা সম্প্রসারণ করতে পারি তার প্রতিকার চেয়ে সরজমিনে তদন্তপূর্বক জেলা প্রশাসকের নিকট আবেদন করেন তিনি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ