স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৩ জন নোভেল করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ ৮১ জন। গতকাল সোমবার আরও একজন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৬শ ২০ জন। আলমডাঙ্গা উপজেলার একজন নারী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও তিনি সুস্থতার ছাড়পত্র পাননি।
চুয়াডাঙ্গার আরও ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ৩ জনই চুয়াডাঙ্গা জেলা শহরের পৃথক মহল্লার বাসিন্দা। এদের মধ্যে মুক্তিপাড়ার ১ জন, মুসলিমপাড়ার ১জন ও হাসপাতালপাড়ার একজন। নতুন শনাক্ত ৩ জনের মধ্যে একজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িতে আইসোলেশনে ছিলেন ৮ জন। হাসপাতালে ছিলেন ১ জন। ঢাকায় আইসোলেশনে রয়েছেন একজন।
উল্লেখ্য, দেশসহ সারাবিশে^ই করোনা ভাইরাস সংক্রমণ বেড়েছে। গতকাল দেশে করোনা আক্রান্তদের মধ্যে ৩০ জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৮শ ৯ জন। এর মধ্যে চুয়াডাঙ্গায় ৩ জন। নতুন ৩ জনকে নিয়ে জেলায় গতকাল পর্যন্ত সক্রিয় রোগী ছিলেন ১০ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে মারা গেছেন ৫১ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪শ ২০ জন। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির ফলে সকলকে মাস্কপরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পুনঃ পুনঃ তাগিদ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।