স্টাফ রিপোর্টার: দেশ-বিদেশে সরকার হটানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আজকে আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকারে রয়েছি। কিন্তু আমরা রাজপথ ছাড়িনি। আজকে দেশে-বিদেশে সরকার হটানোর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকবো। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম দিবস এই হোক আমাদের প্রতিজ্ঞা। পিতা মুজিবকে স্মরণ করলে তার কন্যা শেখ হাসিনাকে স্মরণ করতে হয়। আলোচনাসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা সঞ্চালন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
পূর্ববর্তী পোস্ট
সরকার লকডাউন বা সাধারণ ছুটির কোনো সিদ্ধান্ত নেয়নি: স্বাস্থ্যমন্ত্রী
এছাড়া, আরও পড়ুনঃ