দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা সদরের ব্রাক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভুট্টা বোঝায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক জিনারুল ইসলাম (৩৫) রক্তাক্ত জখম হয়েছে। ইজিবাইক চালক জিনারুল ইসলাম চুয়াডাঙ্গা সদরের হাতিকাটা গ্রামের আবু তালেবের ছেলে। শনিবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা ব্রাক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পরপরই অদক্ষ ট্রাক চালক পারকৃষ্ণপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সামিদুল ইসলাম কে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা দিক থেকে যাত্রী নিয়ে দামুড়হুদার দিকে আসছিলো ইজিবাইক চালক জিনারুল ইসলাম। এসময় দামুড়হুদা ব্রাক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রগতি ডিজিটাল ব্রীজ স্কেল থেকে বের হবার সময় ভুট্টা বোঝায় একটি ট্রাক পিছন দিক থেকে ইজিবাইকটিকে স্বজরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি ধুমড়ে মুচড়ে যায় এবং চালক জিনারুল ইসলাম রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা রক্তাক্ত জখম ইজিবাইক চালক কে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জিনারুল ইসলামের মাথায় ও কপালে ৩টা সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করে নেন। বর্তমানে সে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ:খালেক বলেন, দূর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাক চালক সামিদুল ইসলাম (৩০) কে আটক করা হয়েছে। এবং ভুট্টা বোঝায় ট্রাকটিও থানায় নেওয়া হয়েছে। এঘটনায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।