মেহেরপুরে আরো একজনের দেহে করোনা শনাক্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে আরো একজন করোনা পজেটিভ রোগী চিহ্নিত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগির সংখ্যা ১২ জন। নতুন আক্রান্ত একজন মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, কুষ্টিয়া সদর হাসপাতাল ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১১ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে এক জনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৫ হাজার ৯১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৭৯৬ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৬৮৯ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৭৭ জন, গাংনী উপজেলায ২২৭ জন ও মুজিবনগর উপজেলায় ৮৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন। বাকি ১২ জনই রয়েছেন চিকিৎসাধীন। মারা যাওয়া ১৯ জনের মধ্যে সদর উপজেলার ১১ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬১ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৬ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।