জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার কাটাপোল গ্রামবাসীর হামলায় উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন আহত হওয়ার ঘটনায় পুলিশ আরো ৩ জনকে গ্রেফতার করেছে। গত বুধবার দিনগত রাতে জীবননগর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মিনাজপুর গ্রামের মৃত ফকির মোহাম্মদ বিশ্বাসের ছেলে মহিবুল ইসলাম (৪৫), খাদেম হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩০) ও সিরাজুল ইসলামের ছেলে হামিদ হোসেন (২৮)। এ নিয়ে এখন পর্যন্ত ৭ জন আসামিকে গ্রেফতার করা হলো।
জীবননগর থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শনে গেলে কাটাপোল গ্রামের উচ্ছৃঙ্খল কিছু মানুষ হামলা করে ইউএনও মুনিম লিংকনকে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় রাতে জীবননগর থানায় মামলা দায়ের করার পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালিত হচ্ছে। বুধবার রাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ৪ জনকে গ্রেফতার করা হয়েছিলো। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম উপরোক্ত গ্রেফতারের সত্যতা নিশ্চিত হয়েছে।
প্রসঙ্গত জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে ইটভাটার মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গত মঙ্গলবার দুপুরে মঈদুল নামে একজন বাইসাইকেল আরোহী নিহত হয়। ঘটনা পরিদর্শনে গেলে মাটি-বালু উত্তোলনকারীদের মিথ্যা রটনায় প্ররোচিত হয়ে ক্ষুব্ধ গ্রামবাসী ইউএনও এসএম মুনিম লিংকনের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ