জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে ৬ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সীমান্তের ধোপাখালী দরগাতলার একটি আমবাগান হতে মাধবখালী বিওপির বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।
আটককৃতরা হচ্ছেন নড়াইল জেলার কালিয়া উপজেলার নবগ্রামের নজরুল ইসলামের ছেলে জিনায়েদ মোল্লা (২২), একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের সেলিম মোল্লার মেয়ে মিম বেগম (১৯), জাফর মোল্লার মেয়ে পাপিয়া বেগম (২৭), খুলনা জেলার রুপসা থানার তালতলা গ্রামের দুর্লভ ভদ্রর ছেলে বিশ্বজিৎ ভদ্র (৩৫), স্ত্রী শিমু ভদ্র (২৫) ও ছেলে স্তুতি ভদ্র (৫)। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩-এর ১১ (১) (গ) ধারায় জীবননগর থানায় মামলা দায়েরসহ সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান উপরোক্ত ৬ বাংলাদেশি নাগরিকের আটকের সত্যতা দুপুরে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ