চুয়াডাঙ্গা-মেহেরপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
ভোক্তা অধিকার আইন সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার: ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এ উপলক্ষে গতকাল সোমবার র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় ভোক্তা অধিকার আইন সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ভোক্তা হিসেবে আমাদের সকলকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে জানতে হবে। মেনেও চলতে হবে। সকল ব্যবসায়ীকে তার নীতি ঠিক রেখে ব্যবসা করতে হবে। পণ্যের সঠিক দাম নিতে হবে। ভেজাল খাবার বিক্রি করা যাবে না। অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি করা যাবে না। আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
চুয়াডাঙ্গা সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক। জেলা প্রশাসনের সহকারী কমিশনার হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম, চেম্বার অব কমার্সের সহসভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু প্রমুখ। পরে ভোক্তা অধিকার আইন বিষয়ের ওপর প্রেজেন্টেশন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় বিশ^ ভোক্তাধিকার দিবস উদযাপন উপলক্ষে ট্রাক প্রচারণা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার ম-লের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, সমবায় অফিসার মুজিবুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মোফাক্ষারুল ইসলাম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কাউন্সিলর সদর উদ্দিন ভোলা, পৌর স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, বিআরডিবি চেয়ারম্যান রবিউল হক, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়েরর শিক্ষক ইলিয়াস হোসেন, বেকারি মালিক সমিতির সভাপতি ফিরোজ হোসেন মিলন, সম্পাদক মিজানুর রহমান, ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি আকবর আলী আকু, সম্পাদক ইমারত হোসেন, বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ক্লিনিক মালিক সমিতির পক্ষে ক্লিনিক মালিক সাজেদুর রহমার বাবলু, আনোয়ার হোসেন জালাল, সাইদুল আলম নান্নু, আমিনুর রহমান চৌধুরী, এসকে শহিদুল্লাহ, লুৎফর রহমান, মামুন রেজা ও মালিক পক্ষে প্রতিনিধি রবিউল হক, মদন সাহাসহ বিভিন্ন সমিতির সভাপতি-সম্পাদক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ উপলক্ষে উপজেলা পরিষদসভা কক্ষে আলোচনাসভা করা হয়। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
মেহেরপুর অফিস জানিয়েছে, ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, নেজারত ডেপুটি কালেক্টর মো. রাকিবুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাঞ্জিমুল ইসলাম প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, দিবসটি পালনে গতকাল রোববার সকালে ইউএনও সভা কক্ষে আলোচনাসভার আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন। সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাজি আবুল মুনসুর, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন, গাংনী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক রমজান আলী, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু। উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দফতর প্রধান, ব্যবসায়ী, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিটির নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবনগর নাজমুল আলম, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান কান, সমাজসেবা অফিসার আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলুসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।
কোর্টচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আব্দুর রশীদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন সাদিয়া আক্তার পিংকি, উপজেলা কৃষি অফিসার মহসিন আলী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সঞ্জয় কুমার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ফারজেল হোসেন। আলোচনায় বাজারের হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসায়ীরা তাদের মতামত ব্যক্ত করেন।