স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ বুধবার চুয়াডাঙ্গা জেলায় দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা।
গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার মাথাভাঙ্গাকে জানিয়েছেন ।
তিনি বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে আমরা এ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। এক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলার সব মার্কেট, শপিংমল, বড় বড় দোকান বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান যেমন কাঁচাবাজার, মুদি দোকান, খাবার হোটেল, মিষ্টির দোকান, ফার্মেসি, ফ্লেক্সিলোড ও মোবাইল ব্যাংকিং ইত্যাদি খোলা থাকবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ