চুয়াডাঙ্গায় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে পর্যটন অংশীজনদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে পর্যটন অংশীজনদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুই পর্বের এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। প্রিপারেশন অব ট্যুরিজম মাস্টার প্লান ফর বাংলাদেশ বিষয়ক ওই মতবিনিময়সভায় জেলার সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তাবৃন্দসহ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে সভায় পর্যটন অংশীজনেদের মতামতের বিষয়গুলো লিপিবদ্ধ করেন প্রিপারেশন অব ট্যুরিজম মাস্টার প্লান ফর বাংলাদেশের সিনিয়র আরবান প্লানার তানভীর আহমেদ। প্রথম পর্বে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, কার্য নির্বাহী সদস্য রফিক রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার ম-ল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলগমীর হান্নান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, সাংবাদিক শাহ আলম সনি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী সাজিদুর রহমান প্রমুখ। সভায় সহযোগিতা করেন প্রিপারেশন অব ট্যুরিজম মাস্টার প্লান ফর বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রিসার্সার নাজমুল হোসেন শান্ত ও আবু সাঈদ রাফি। সভায় প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ ইতিহাস সমৃদ্ধ চুয়াডাঙ্গা জেলার পর্যটনের অপার সম্ভাবনাময় নানা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এ প্রস্তাবনার আলোকে প্রিপারেশন অব ট্যুরিজম মাস্টার প্লান ফর বাংলাদেশ একটি পর্যটন ম্যাপ তৈরি করবে বলেও জানানো হয়।