কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্ব ও শপথ গ্রহণানুষ্ঠানে আবু সাঈদ
ব্যক্তি নয় প্রতিষ্ঠান ও শ্রমিকদের স্বার্থে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে
দর্শনা অফিস: দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা পর্ষদ গতকাল রোববার বিকেল ৫টার দিকে কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে দায়িত্বভার ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাঈদ বলেন, কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন জেলার একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করায় নির্বাচন পরিচালনা পর্ষদ, সকল প্রার্থী, কর্মী ও সমর্থককে সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে এ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আমার আহ্বান ঐতিহ্যবাহী কেরুজ চিনিকলটি রক্ষার্থে নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করতে হবে। যেমন শ্রমিকদের স্বার্থে কাজ করবেন, তেমনি মিলের স্বার্থেও থাকতে হবে সচেষ্ট। মনে রাখতে হবে মিল বাঁচলে, শ্রমিক বাঁচবে, টিকে থাকবে আপনাদের নেতৃত্ব। মিলটি বেঁচে থাকলে এ অঞ্চল কখনো অন্ধকারে নিমজ্জিত হবে না। তাই আসুন চিনিকলটি বাঁচাতে বেশি বেশি আখ চাষ করি ও অন্যকে উৎসাহিত করি আখ চাষে। ফুলেল শুভেচ্ছা পালার পরপরই পবিত্র কোরআন তোলাওয়াত করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম। স্বাগত বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কেরুজ মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) ফিদাহ হাসান বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মিলের মহাব্যবস্থাপক (অর্থ) রাব্বিক হাসান। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, মহাব্যবস্থাপক (কৃষি) গিয়াস উদ্দিন, মহাব্যবস্থাপক (কারখানা) সুমিত কুমার সাহা। নির্বাচিত কমিটির হাতে দায়িত্বভার অর্পন করেন সাবেক সভাপতি তৈয়ব আলী। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রাব্বিক হাসান নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এর আগে কমিটি পরিচিতি করা হয়। বর্তমান কমিটির সভাপতি ফিরোজ আহমদে সবুজ, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসাধারণ সম্পাদক খবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, দফতর সম্পাদক সালাহউদ্দিন শাহ সনেট, প্রচার সম্পাদক মফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন সুমন, বাবর আলী, মতিয়ার রহমান, মজিবর রহমান ও আজাদ আলী। গত ৮ মার্চ অনুষ্ঠিত হয়েছে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন। এ নির্বাচনে ৩ বারের নির্বাচিত সভাপতি তৈয়ব আলীকে হারিয়ে সভাপতি পদে প্রথম নির্বাচিত হয়েছেন ফিরোজ আহমেদ সবুজ। এছাড়া আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে মাসুদুর রহমান ৮ বারের মতো দায়িত্ব পাওয়ায় ইউনিয়নের সকল রেকর্ড ভেঙেছেন তিনি।