স্টাফ রিপোর্টার: বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ঢাকার এফবিসিসি আই’র সদস্য হলেন চুয়াডাঙ্গার কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ খান যুবরাজ। গতকাল রোববার এফবিসিসি আই’র নির্বাচনী বোর্ডের সদস্য মো. সামসুল আলম ও কেএমএন মানজুরুল হক স্বাক্ষরিত সদস্য পদ প্রাপ্তির লিখিত পত্রটি হাতে পান আব্দুল লতিফ খান যুবরাজ। তার ভোটার নম্বর ১৫৯৪। তিনি এ সদস্য পদ লাভ করার পর সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আল-আমিনকে ধন্যবাদ জানিয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। একই সাথে সংগঠনের নিয়ম মেনে ব্যবসা করার পাশাপাশি সংগঠনের উন্নয়নে কাজ করার জন্য চুয়াডাঙ্গা জেলাবাসীসহ দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত সিনিয়র সহসভাপতি ও সেভেন ওয়ান গ্রুপ অব কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আব্দুল লতিফ খান যুবরাজ।
পূর্ববর্তী পোস্ট
টাকা ছাড়া চিকিৎসা মেলে না চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ