জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভার নব-নির্বাচিত মেয়র রফিকুল ইসলাম রফিকসহ পৌরসভার ৩টি সংরক্ষিত মহিলা আসনের ৩ জন কাউন্সিলর ও সাধারণ ৯টি ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর শপথ নেবেন আজ। নব-নির্বাচিত পৌর পরিষদ শপথ নিতে আজ বুধবার সকালে খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাবেন। আগামীকাল বৃহস্পতিবার নব-নির্বাচিত পৌর পরিষদ তাদের দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।
খুলনার বিভাগীয় কার্যালয়ে তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি। মেয়র রফিকুল ইসলামসহ কাউন্সিলর মাহফুজা পারভীন বিউটি, পরিছন খাতুন, রিজিয়া খাতুন, আপিল মাহমুদ, শেখ জয়নাল আবেদীন, মো. খোকন মিয়া, সোয়েব আহাম্মদ অঞ্জন, জামাল হোসেন খোকন, আবুল কাশেম, ওয়াসিম রাজা, শহিদুল ইসলাম ও মতিয়ার রহমানকে শপথ বাক্য পাঠ করাবেন তিনি। নব-নির্বাচিত পৌর পরিষদ আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের উপস্থিতিতে বিদায়ী মেয়র জাহাঙ্গীর আলমের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করবেন বলে পৌর সচিব জায়েদ হোসেন নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ