জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন জাসদের প্রবীণ নেতা নুরুল ইসলাম ওরফে নুরুভাই আর নেই ( ইন্না লিল্লাহি ………. রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হয়ে শয্যাসায়ী হয়ে পড়েন। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে জামজামির ভোদুয়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। এ মৃত্যু সংবাদ এলাকার মসজিদের মাইকে সম্প্রচারিত হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রবীণ এ নেতাকে একনজর দেখতে ও শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য জামজামি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বাবলু চৌধুরী, আ. লীগ সভাপতি মো. দিদার আলী মালিতা, সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন, বিএনপি নেতা হুমায়ুন কবীর, শাহ আলম, পান্না চৌধুরী, নিজদলের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও স্বজনদের উপস্থিতিতে শোকবিহবল হয়ে ওঠে পরিবেশ। উপস্থিত সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে সৌদি আরব প্রবাসী লিটন ও বিবাহিতা মেয়ে কাকলীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা পাড়ার স্কুল চত্বরে নামাজে জানাজা শেষে গ্রামের দারুস সালাম কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন ছেলে লিটন ও মেয়ে কাকলী।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ