মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে নারী-পুরুষ, দালালসহ ১৩ বাংলদেশিকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। মঙ্গলবার রাতে ওই উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাদের আটক করে বিজিবি। বুধবার দুপুরে তাদের আটকের বিষয় নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান। আটক ব্যক্তিরা হলেন চাঁদপুরের রামচন্দ্রপুর গ্রামের নজরুল ইসলাম (৩৬), হবিগঞ্জের নয়াপাড়া গ্রামের শামছুন নেহার (৫০), একই গ্রামের মো. সাইফুল ইসলাম (১৮), বাগেরহাটের পশ্চিম খুন্তাকাটা গ্রামের মো. জলিল হাওলাদার (৫০), তার স্ত্রী মমতাজ বেগম (৪৫), ছেলে মো. মাসুদ হাওলাদার (২৫), একই জেলার চরহুগলাবুনিয়া গ্রামের মো. শেখ আব্বাস আলী (৪২), ঢাকার কামরাঙ্গীরচর এলাকার মো. সেলিম শেখ (৭৭), ভেন্ডার গ্রামের মো. আবেদ আলী (৩৩), নবীনগর গ্রামের মো. নীরব হোসেন (২৫), একই গ্রামের মো. আলম দেওয়ান (৫৪) ও বগুড়ার বেজোড়া গ্রামের লাভলী আক্তার (৩৫)। এছাড়া বাংলাদেশি দালাল ঝিনাইদহের মহেশপুর থানার বেগমপুর গ্রামের মো. সুজন আলীকে (২৪) আটক করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান, তারা জানতে পারেন মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি ভারতে যাচ্ছেন। এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দালালসহ ১৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করে সোপর্দ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ