চুয়াডাঙ্গায় আউটসোসিং ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে জেলা প্রশাসক

প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে

স্টাফ রিপোর্টার: ফ্রি ল্যান্সিং, আউটসোর্সিং ও মোবাইল ফোন সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষণ কেন্দ্রে সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় তিনি বলেন, যুবরাই দেশের চালিকা শক্তি। যে দেশে যুবদের সংখ্যা যতো বেশি সে দেশ দ্রুত উন্নয়নের শিখরে ওঠা সম্ভব। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দেশে উদ্যোক্তা সৃষ্টি করা। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব উন্নয়ন অধিদফতর, মহিলা বিষয়ক অধিদফতর, সমাজসেবা অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতরের মাধ্যমে দেশের যুব সমাজকে বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা সৃষ্টির কাজ করে যাচ্ছে। জনবহুল এ ছোট দেশে সকলকে চাকরি দেয়া সম্বব নয়। এ জন্য চাকরির পেছনে না ছুটে সরকারের এ সকল প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে উদ্যোক্তা হয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতর এ প্রশিক্ষণের আয়োজন করে। যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন গাজীর সভাপতিত্বে চুয়াডাঙ্গা সদর সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান আসাদ এর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আক্তার, জেলা একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার আমির হোসেন, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু রাশেদ প্রমুখ। এক মাসব্যাপী দুটি প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করেন ৫০ জন যুব প্রশিক্ষণার্থী।

 

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More