দামুড়হুদা অফিস: ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা মুক্ত নির্বাচনের দাবিতে দামুড়হুদায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাসদ। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, বাংলাদেশ জাসদের দামুড়হুদা উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলা জাসদ নেতা আতিয়ার রহমান তেলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জাসদের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম উজ্জ্বল, রোকন, আশরাফুল আলম, তারিকুল রহমান প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ