আলমডাঙ্গা ব্যুরো: কুয়েতে শ্বাসরোধ করে নৃশংসভাবে আলমডাঙ্গার বিনোদপুর গ্রামের যুবককে হত্যা করা হয়েছে। হত্যার পর ৮ তলা বিল্ডিঙয়ের ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ৫ কুয়েত প্রবাসী যুবককে আটক করেছে পুলিশ। নিহত যুবক মামুন আলী আলমডাঙ্গার বিনোদপুর গ্রামের মিঠু আলীর ছেলে।
একাধিক প্রবাসীসূত্রে জানা যায়, যুবক মামুন আলী (২২) গত ৪ বছর আগে জীবিকার তাগিদে কুয়েত যান। সেখানে ফরনিয়া অঞ্চলে অন্যান্যের সাথে ৮তলা বিল্ডিং-এ (ব্যারাকে) অবস্থান করে গাড়ির ড্রাইভার হিসেবে চাকরি করে আসছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি সকালে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ৮ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে ফেলে দেয়া হয়। এ ঘটনায় ওই বিল্ডিংয়ে অবস্থানরত সাড়ে ৩শ’ বাংলাদেশি ও ভারতীয়কে কুয়েত পুলিশ আটক করে। পরে তাদের মধ্যে ৫ জন বাদে সকলের ফিঙ্গারিং সংগ্রহ শেষে ছেড়ে দেয়া হয়। এদিকে এ ঘটনায় কুয়েত পুলিশ আটক করে আলমডাঙ্গার ডম্বলপুর গ্রামের মোহাম্মদ নূর, বাদেমাজু গ্রামের আলীসহ মুন্সিগঞ্জ ও ঢাকার আরও ৩ জন যুবককে। বাদেমাজুর আলীর পরিবার অবশ্য দাবি করেছে, আলীকে কুয়েত পুলিশ স্বাক্ষর নেয়ার জন্য থানায় নিয়ে যায়। পরে তাকে স্বাক্ষর শেষে ছেড়ে দিয়েছে। নৃশংস এ হত্যাকা-ের কারণ সম্পর্কে প্রবাসীরা কেউ স্পষ্ট করে কোনো কারণ বলতে পারেননি। বেশ কয়েকদিন আগে মামুনের খোঁজ না পাওয়ায় নুরের বাড়িতে খোঁজ নিতে যান মামুনের মা। সেখানে নুরের কাছে মোবাইল ফোনে মামুনের খোঁজ নিতে গেলে তিনি খারাপ ব্যবহার করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ