জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার দেহাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়েছে। অভিযানকালে ৩টি ইটভাটায় ভোক্তাদের ঠকাতে প্রকৃত মাপের থেকে ছোট আকারে ইট তৈরি ও বিক্রি করার অপরাধে ওই ৩টি ইটভাটার মালিকদেরকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা সহকারী পরিচালক সজল আহাম্মদ ক্যাবের সদস্য ও পুলিশ নিয়ে গতকাল মঙ্গলবার সকালে এ অভিযান পরিাচলনা করেন বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, সকালে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালনা সজল আহাম্মদ সকালে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ক্যাবের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাংবাদিক মানিক আকবর, সাধারণ সম্পাদক প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বেলাল হোসেন ও পুলিশের একটি টিম নিয়ে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইটভাটায় ইটের মূল্য তালিকা না টানানো ও প্রকৃত মাপের থেকে ছোট করে ইট তৈরি করে বিক্রি করার অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইনে নিউ ব্রিকসকে ৪০ হাজার টাকা, সরকার ব্রিকসকে ৪০ হাজার টাকা ও পিয়াস ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক সজল আহাম্মদ সাংবাদিকদের জানিয়েছেন ভোক্তা অধিকার আইনের এ অভিযান অব্যাহত রাখা হবে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় সদ্য বিচ্ছেদ হওয়া স্ত্রীকে পার্কে ডেকে ছুরিকাঘাত
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ