আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। গতকাল সোমবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। গতকাল রাত সাড়ে ৮টার দিকে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে হারুন অর রশিদ স্ত্রী, ৩ ছেলে ও ৮ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গাংনী ইউনিয়ন পরিষদের পাঁচবারের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামের মৃত মুন্সী আজিদ হোসেনের ছেলে। পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে অ্যাডভোকেট শাহাজান মুকুল পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুর শিবপুর-ইসলামপাড়া জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
এছাড়া, আরও পড়ুনঃ